চাঁদপুর

‘চাঁদপুরে দুর্যোগ মোকাবেলায় সকল বিভাগকে প্রস্তুত থাকতে হবে’

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সকল বিভাগকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে চাঁদপুর সদর, হাইমচর,মতলব উত্তর নদী এলাকায় উপজেলাগুলো তৎপর থাকতে হবে । জেলা প্রশাসন দপ্তরে এ ব্যাপারে কন্ট্রোল রুম খোলা হবে । দুর্যোগের বিষয়ে ব্যাপক মাইকিং করতে হবে। বড় স্টেশন মোলহেডে ঝুকিপুর্ন এলাকা যে কোন পরিস্থিতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডকে সতর্ক থাকতে হবে।

চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা শনিবার(৫নভেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভাপতি বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারকে দুর্যোগ মোকাবেলা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পুলিশ, কোষ্টগার্ড,নৌ-পুলিশ, হাসপাতাল, জনপ্রতিনিধি, কাউন্সিলার, রেডক্রিসেন্ট, পানি উন্নয়ন বোর্ড ও পল্লীবিদ্যুৎ বিভাগসহ সকল সরকারি দপ্তরকে সার্বক্ষনিক মাঠে তৎপর থাকতে হবে ।

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাইয়ের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ এস এম দেলোয়ার হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়া , কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাম্মদ আশরাফ হোসেন, মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা মৎস্য অফিসার মো. সফিকুল ইসলাম, পুরানবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার, চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. সাজ্জাত হোসেন প্রমুখ ।

স্টাফ করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ৫:২১ পিএম, ৫ নভেম্বর ২০১৬, শনিবার
এইউ

Share