আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ এবং সিপিপির ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনাসভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।
দিবসটি উপলক্ষে ১৩ অক্টোবর বুধবার বিকাল ৩ টার দিকে মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নুরুল আমিন রুহুল বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় বিভ্রান্ত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে উত্তরণের পথ খুজবেন। সর্বদা ফায়ার সার্ভিসের কর্মীরা আপনাদের সেবায় প্রস্তুত রয়েছেন। আওয়ামী লীগ সরকার দুর্যোগ প্রশমনে দেশের প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থাপন করে যাচ্ছে। বহুতল ভবন নির্মাণে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং সঠিক নকশা মেনে ভবন নির্মাণের আহ্বান করেন তিনি।’
“মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” স্লোগানকে সামনে রেখে দিবসটিতে উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির,উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল আলম।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন সহ দলীয় নেতা-কর্মী শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মতলব ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নূর আসাদুজ্জামানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল অগ্নিকান্ড মহড়াটি পরিচালনা করেন এবং সকলকে অগ্নিকান্ডের ঘটনায় যা যা করণীয় তা সন্বন্ধে অবহিত করেন। উৎসাহীদের নিজ হাতে অগ্নি-নির্বাপনের কৌশলগুলো ব্যবহারিকভাবে দেখিয়ে দেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক