দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি থানার সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মো. আতিক হোসেন, মো. মাহমুদুল হাসান, মো. তানজিল হোসেন, মো. মাহবুবে রাব্বানী, মো. রিয়াদ ও মো. রাকিব ভুঁইয়া।
বক্তারা বলেন, “ওসমান হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং দেশকে অস্থিতিশীল করার ন্যক্কারজনক অপচেষ্টা।” তারা হামলাকারী দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিল শেষে মো. আতিক হোসেন এবং আব্দুর রহমান বলেন, “আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি পূর্ণ আস্থা রাখি। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছি এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেখতে চাই।”
প্রতিবেদক: শিমুল হাছান,
১২ ডিসেম্বর ২০২৫