Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিকে চিরবিদায় জানাবো: এম এ হান্নান

দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিকে চিরবিদায় জানাবো: এম এ হান্নান

জাতীয়তাবাদী আদর্শকে উজ্জীবিত করা এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে গুপ্টি পশ্চিম ইউনিয়নে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।

তিনি বলেন, “আগামীর বাংলাদেশ মানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা। যে যত দফাই দিক না কেনো, বিএনপির ৩১ দফার মধ্যেই সব সমাধান রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে প্রস্তুতি নিচ্ছে। গত তিনটি নির্বাচনে দেশের তরুণ সমাজ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই আমরা তরুণদের উদ্বুদ্ধ করতে তারুণ্যের সমাবেশের আয়োজন করেছি।”

এম এ হান্নান আরও বলেন, “যদি মহান আল্লাহ ও জনগণ আমাকে জনপ্রতিনিধি হিসেবে কবুল করেন তবে, এই উপজেলায় দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিকে চিরবিদায় জানাবো।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, নজরুল ইসলাম নজু প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন ,পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, সদস্য সচিব রুবেল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর ও সদস্য সচিব শাওন চৌধুরী।

এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান,৩০ আগস্ট ২০২৫