Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দুর্নীতি

হাইমচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন উড়িয়ে এই বিশেষ দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা, যার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়।

ইউএনও অমিত রায় তার বক্তব্যে দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে তরুণ সমাজকে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “আগামীর শুদ্ধতা নিশ্চিত করতে হলে তারুণ্যের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব।”

সভাপতির বক্তব্যে মানোয়ার হোসেন মোল্লা তৃণমূল পর্যায় থেকে দুর্নীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় কমিটিগুলোর ভূমিকা আরও জোরদার করার উপর জোর দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বশির আহামেদ এর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা এনসিপির সমন্বয়কারী মোখলেসুর রহমান মুকুল, হাইমচর থানা এসআই সোহরাব হোসেন ভূঁইয়া।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করে।

প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ/
৯ ডিসেম্বর ২০২৫