চাঁদপুর

দুর্নীতি বিরোধী দিবস পালনে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

চাঁদপুরে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনে প্রস্তুতি সভা সোমবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, আগামি ৯ ডিসেম্বর চাঁদপুরে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হবে। দিবসে চাঁদপুর শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে ৯ টায় র‌্যালি ও মানববন্ধন, চাঁদপুর হাসান আলী স্কুলের মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অতিথি হিসাবে থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি আরো বলেন,বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করে।আগের তুলনায় দেশে দুর্নীতি অনেক কমিয়ে এসেছে। আমরা আশা করি অচিরেই দেশে থেকে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আয়েশা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ,স্বাধীনতা পদক প্রাপ্ত ডাঃ সৈয়দা বদরুন্নাহার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অধ্যাপক মোঃ হোসেন, সহ -সভাপতি ডা: পীযুষ কান্তি বড়–য়া, এনএসআই’র উপ-পরিচালক এবিএম ফারুক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা সমাজ সেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা শামছুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন , বিআরটিএ’র সহকারি পরিচালক শেখ ইমরান,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল কুদ্দুস, পল্লী বিদ্যুৎ সমিতির Ñ১এর এজিএম মো: আ.মালেক, পল্লী বিদ্যুৎ সমিতির Ñ২ এর এজিএম সিয়াম সিরাজী,সড়ক বিভাগের সহকারি প্রকৌশলী শংকর চন্দ্র পাল , কোস্টগার্ডের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার মো: জামাল উদ্দিন, ডিবির ওসি Ñ২ মহিউদ্দিন মিয়া, সাংবাদিক আব্দুল আউয়াল রুবেল প্রমুখ।

এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিবেদক- আনোয়ারুল হক
আপডেট, বাংলাদেশ সময় ৭:১০ পিএম,২৭ নভেম্বর ২০১৭, সোমবার
এজি

Share