‘রুখবো দুর্নীতি গড়বো দেশ’ হবে সোনার বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। পরে সেটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন উত্তোলন করেন অতিথিরা।
পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হীতেশ শর্মা’র সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি। বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, সহকারি শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ৯ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur