চাঁদপুুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে মানববন্ধন ও র্যালি মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে সদর উপজেলা আশিকাটি ইউপির এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা দুপ্রকর সভাপতি ড. কাজী হাসেম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাখওয়াত হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা দুপ্রকর সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান মজুমদার, মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. মান্নান মজুমদার, মো. ফজলুল হক, আবু ইউনুছ ভূইয়া, ফয়েজুল হক, হাসিনা আক্তার, পারভীন আক্তার, বিশ্বজিৎ দাস, আহসান আলী, জ্যোতিস চন্দ্র, মো. মোশারফ হোসেন, জাকির হোসেন, মো. জসিম উদ্দুন, চিরঞ্জীন, মো. সাইদুজ্জামান, উক্তম কুমারসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, চাঁদপুরকে দুর্নীতি মুক্ত করতে সকল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষে্য কাজ করতে হবে। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে পারলে আমাদের এ আন্দোলন সফল হবে।
করেসপন্ডেন্ট
।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ০২ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur