Home / চাঁদপুর / চাঁদপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা
চাঁদপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা

চাঁদপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা

চাঁদপুুর জেলা দুর্নীতি প্রতিরোধ (দুপ্রক) কমিটির উদ্যোগে বুধবার (১৮ জানুয়ারি) আলোচনা সভা সদর উপজেলা তরপুরচন্ডী ইউনিয়নে জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা দুপ্রকের সভাপতি ড. কাজী হাসেম।

তিনি বলেন, চাঁদপুরকে দুর্নীতি মুক্ত করতে সকল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষে স্কুল পর্যায়ে ছাত্র -ছাত্রীদের উদ্বুদ্ধ করতে করতে এ সংগঠন কাজ করছে। শিক্ষার্থীদের মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে পারলে আমাদের এ আন্দোলন সফল হবে।

তিনি বলেন, বর্তমানে সকল প্রতিষ্ঠানে মানুষের সেবার জন্যে সিটিজেন সার্টার টানানো হয়েছে। যাতে মানুষ জন জানতে পারে এবং তার চাহিদা অনুযায়ী সেবা গ্রহণ করতে পারে । সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে জনগণ জানলে দুর্নীতি কমে আসবে।

জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহুল আমিন খন্দকারের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওঃ মোঃ মোজাম্মেল হোসেন গাজী ও মোঃ কামাল হোসেন, দুপ্রকের সদস্য মোঃ হারুন খান প্রমুখ।

উপসস্থিত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নান্নু গাজী, মোঃ বাকি বিল্লাহ, মোঃ আঃ আউয়াল, শ্রীমতি শিখা রানী, শ্রীমতি রমা চক্রবর্তী, মোঃ আব্দুল মান্নান, মোঃ মুহসিন পাটওয়ারীসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

করেসপন্ডেন্ট
।। আপডটে, বাংলাদশে সময় ৪: ১০ এএম, ১৯ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply