মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার বলেছেন, ‘দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে। দুর্নীতি সমাজকে ধ্বংস করছে, আমাদের যার যার অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। সমাজ রাষ্ট্র থেকে এর নির্মুল করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে এবং যথাযথ ভুমিকা রাখতে হবে।’
চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে সোমবার (১২ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক রোটা.গোলাম সারওয়ার সেলিমের পরিচালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন খান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহিদ উল্যাহ ছায়েদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খান, সাবেক সিভিল সার্জন ডা.আব্দুল মতিন পাটোয়ারী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপিকা ওম্মে সালমা। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুক্তার আহম্মদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রয়মনেন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র র্বমন, উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস রয়মনেন নেছা মহিলা কলেজ ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিজন ও সংবাদিকবৃন্দ।
পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয় ।
প্রতিবাদক-মাহ্ফুজ মল্লিক ।। আপডটে, বাংলাদশে সময় ৯ : ০৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার
এজি/এইউ