দুর্নীতি নির্মূল করতে হলে ভোট দিতে হবে ধানের শীষে: শেখ ফরিদ আহমেদ মানিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ও লক্ষ্মীপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। শনিবার (৩১ জানুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, একটি সুন্দর দেশ গড়তে হলে আগে দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে আগে নিচ থেকে আগে আরম্ভ হবে। যেখানে দুর্নীতি থাকবে না সেখানে উন্নয়ন ভালো হবে। গত দেড় বছরে এলাকার অনেক উন্নয়ন হয়েছে। আশিকাটি ইউনিয়নের কিছু কিছু ওয়ার্ডের টেন্ডার হয়েছে। আবার কিছু কিছু এলাকায় কাজও হয়েছে। রাস্তাঘাটে উন্নয়নমূলক কাজ আমরা সবাই মিলে করব। শহর বড় হচ্ছে। ভৌগোলিক কারণে অনেক অফিস আদালতে এ ইউনিয়নে এসেছে। ইউনিয়নে বিশুদ্ধ পানির খুব অভাব। কেন্দ্র পরিবর্তনের সুযোগ নেই। নির্বাচনের দিন অটোরিকশা ও সিএনজি স্কুটার এখানে এলাউ করতে হবে। এখানে অনেক দূরের ভোটার আছে। সকাল সকাল এসে বললে আপনারা ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন।
তিনি আরো বলেন, ভোটার উপস্থিতি আপনারা করবেন। এখানে দুইটা বোর্ড একটা হা অপরটি না ভোট। আপনারা ধানের শেষে ভোট দিবেন। এই এলাকায় অবস্থিত জেলখানা। ৫ আগস্ট সেই জেলখানা রক্ষা করেছে এ এলাকার নেতাকর্মী। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি নির্মূল করতে হলে ভোট দিতে হবে ধানের শীষে। ধানের শীসের মার্কা তারেক রহমানের। ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে।
ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সকাল সোয়া ৮টায় আশিকাটি ইউনিয়ন ছৈয়াল বাড়ি বাজার থেকে গণসংযোগ করেন। এরপর তিনি সকাল সাড়ে ৮টায় ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ডের উত্তর রালদিয়া মোল্লা বাড়ি উঠান বৈঠক, সকাল সাড়ে ৯টায় ইউনিয়নেন ৯নং ওয়ার্ডের উত্তর পাইকাস্তা পথসভা, সকাল ১০টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম হোসেনপুর পথসভা, সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাইকস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক, বেলা ১১টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব হোসেনপুর পথসভা, দুপুর সাড়ে ১১টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাবতলী এলাকার মধ্য আশিকাটি বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে উঠান বৈঠক করেন।
বিকেল ৩টায় থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মীপুর ইউনিয়নের গণসংযোগ করেন শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বিকেল ৩টায় ইউনিয়নের বিকেল সোয়া ৩টায় ১ ও ২নং ওয়ার্ডের আরাজি বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচীর শুরু করেন। এরপর তিনি বিকেল ৫টায় ইউনিয়নে ৩ ও ৪নং ওয়ার্ডের কোটরাবাদ ঐতিহাসিক জামে মসজিদ মাঠে উঠান বৈঠক, সন্ধ্যা সাড়ে ৬টায় ৯নং ওয়ার্ডের পূর্ব রামদাসদী খলিফা বাড়িতে উঠান বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপনের পরিচালনায় বিভিন্ন উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন মৃধা, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা প্রতিনিধি মুফতি সাব্বির আহমেদ, জেলা বিএনপির সহ-প্রশিক্ষক বিষয়ক সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা সুপ্ত, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি এম ইউসুফ মিন্টু মিজি।
বিকেল লক্ষ্মীপুর ইউনিয়ন পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদ বেপারীর পরিচারনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী বাবু পাটওয়ারী, মহিলা দলের সমন্বয়কারী ফারজানা লাকি, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নূরু ভূঁইয়া।
গণসংযোগ ও উঠান বৈঠককালে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, আশিকাটি যুবদলের সভাপতি বারেক খান বারি, সাধারণ সম্পাদক মমিন খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাকিল মিজি, সদস্য সচিব বকুল সরকার, ছাত্রদলের সভাপতি হৃদয় মাল, লক্ষ্মীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নূরু পাটওয়ারী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম মিয়াজী, সদস্য সচিব শামীম আহমেদসহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার/
৩১ জানুয়ারি ২০২৬