Home / চাঁদপুর / দুর্নীতি করবো না দুর্নীতিকে প্রশ্রয়ও দিবো না: ড.পেয়ার আহম্মেদ
দুর্নীতি

দুর্নীতি করবো না দুর্নীতিকে প্রশ্রয়ও দিবো না: ড.পেয়ার আহম্মেদ

ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন,এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে দূর্নীতি মুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজন। তাই, আমি কখনো দুর্নীতি করবো না ও দুর্নীতিকে প্রশয় দিব না। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বর্তমান সমস্যাসমূহ অবহিতকরণ এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিগত দিনেরমত কোন ধরণের সমস্যা এই বিশ্ববিদ্যালয়ে তৈরী হবে না। সকলের ঐক্যমতে এবং পরামর্শে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ, অবকাঠামগত উন্নয়ন হবে। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগ একাডেমিক অন্যান্য সমস্যা সমাধান হবে।

ড. পেয়ার আহম্মেদ বলেন, যাঁদের মহান আত্মত্যাগে আমাদের এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই সকল মুক্তিসংগ্রামী ও শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁদের অকুতোভয় সংগ্রাম যুগে যুগে আমাদের প্রেরণা যুগিয়েছে। সেই সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদদের ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
যারা আমাকে ভাইস-চ্যান্সেলরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন তাদের সকলের প্রতি, বিশেষ করে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা এর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

ভিসি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির ক্ষেত্রে বিগত দিনে গণমাধ্যম ভূমিকা ছিলো এবং আগামীতে থাকবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও গণমাধ্যমসহ আমরা আগামীতে সব ধরণের প্রদক্ষেপ গ্রহণ করবো। ইতোমধ্যে থমকে থাকা কার্যক্রম এগিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে কথা হয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত বলেন, সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করার জন্য চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ে তুলতে আমাদের মিডিয়া পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ বাইজীদ আহম্মেদ রনি ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষক সুষ্মিতা কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইসিটি বিভাগের শিক্ষার্থী ফারুক-ই আজম। পবিত্র গীতা থেকে পাঠ করেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী বাপন চন্দ্র দে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ বাইজীদ আহম্মেদ রনি ও সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোঃ মোশাররফ হোসেন লিটন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করে চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ও আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মোহাম্মদ শওকত আলী। চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।
স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ বাইজীদ আহম্মেদ রনি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিম্নোক্ত অতীব জরুরি বিষয়গুলো তুলে ধরেন।
• বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ।
• বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক অস্থায়ী হল ভাড়া গ্রহণ।
• বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন বর্ধিতকরণের নিমিত্ত ভবন ভাড়াকরণ।
• বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপন।
• বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাব স্থাপন এবং লাইব্রেরি বর্ধিতকরণ।
• বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সেল গঠন।
• বিশ্ববিদ্যালয়ের IQAC Cell গঠন।
• বিশ্ববিদ্যালয়ে গবেষণা ক্ষেত্রে অনুদান এবং শিক্ষা বৃত্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ।
• চাঁদপুরে উপাচার্য মহোদয়ের নিরাপত্তার স্বার্থে উপাচার্যের বাসস্থান সুবিধাজনক জায়গায় ভাড়াকরণ।
• বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে ও উপাচার্য মহোদয়ের নিরাপত্তা বিধানের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিশ্চিতকরণ।
• বিশ্ববিদ্যালয়ে সামগ্রিক শৃঙ্খলা রক্ষার্থে প্রক্টরিয়াল বডি গঠন।
• বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ চালুকরণ ও অন্যান্য দপ্তর খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
• বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ/দপ্তরে জনবল নিয়োগ।
• বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য যানবাহন ক্রয়।
• বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার চালুকরণ।
• বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট চালুকরণ।
• বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য চাঁদপুর জেলা স্টেডিয়াম ভাড়াকরণ/ বরাদ্দকরণ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভিসি বলেন, আমাদের যে সমস্যাগুলি বলা হয়েছে তা আপনারা লিখনির মাধ্যমে তুলে ধরলে সকল সমস্যা দ্রুত সময়ে সমাধান করবে কর্তৃপক্ষ। একটা বিশ্ববিদ্যালয়ের জন্য ৯ জন শিক্ষক অপ্রতুল। যেখানে শিক্ষক দরকার আড়াইশ। তবে বর্তমান পরিস্থিতি চালিয়ে নেয়া ছাড়া উপায় নেই। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের দিয়ে ক্লাস নিতে যোগাযোগ অব্যাহত রেখেছি। আপনাদের (সাংবাদিকদের) কোন পরিচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকলে বলবেন। প্রয়োজনে পালকি পাঠিয়ে নিয়ে আসবো। কর্মকর্তা কর্মচারী নিয়োগে অবশ্যই স্থানীয় গুরুত্ব দেয়া হয় সবসময়।

বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শওকত আলী।

সভার সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রভাষক সুস্মিতা কর। বিশ্ববিদ্যালয়ের সমস্যাসমূহ তুলে ধরে বক্তব্য দেন ব্যাবসা শিক্ষা বিভাগের প্রভাষক মো. বায়েজিদ আআহমেদ রনি। সাংবাদিকদের মধ্যে আরো বক্তব্য দেন গিয়াস উদ্দিন মিলন, অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, এম ফরিদুল ইসলাম উকিল,আলম পলাশ, রিয়াদ ফেরদৌস, কাদের পলাশ,কে এম সালাউদ্দিন প্রমূখ।

সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পারে জন্য ভূমি অধিগ্রহণ এবং বিগত দিনে ভূমি অধিগ্রহণে রাজনৈতিক ব্যাক্তিদের সরাসরি হস্তক্ষেপ ও জটিলতার বিষয়ে আলোচনায় উঠে আসে। বালু খেকো সেলিম চেয়ারম্যানসহ একটি রাজনৈতিক গোষ্ঠী সরকারের কোটি কোটি টাকা লোপাট করার জন্য এই বিশ্ববিদ্যালয় দেশজুড়ে আলোচিত ও সমালোচিত হয়। যার কারণে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ তৈরী করে দেয়ার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণের জন্য প্রদক্ষেপ গ্রহণ করতে পরামর্শদেন সাংবাদিকরা।

সভায় অংশগ্রহণ করেন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

নিজস্ব প্রতিবেদক, ১৮ ডিসেম্বর ২০২৪