দুর্নীতির শীর্ষে সোমালিয়া ১৭তম বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন ১৭তম। আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৫তম৷ দৃশ্যতই বাংলাদেশে দুর্নীতি কমেছে। তার আগের বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম।

বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) সারা বিশ্বে একযোগে দুর্নীতির ধারণা সূচক ২০১৭ প্রকাশ করেছে। বৃহস্পতিবার বাংলাদেশে তা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)৷ তাদের রিপোর্ট অনুযায়ী, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক নম্বরে আছে সোমালিয়া। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ সুদান ও সিরিয়া। অন্যদিকে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে নিউজিল্যান্ড।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর বাংলাদেশের স্কোর ২৮। সূচকে মোট ১৮০টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

টিআইয়ের দুর্নীতির ধারণা সূচক বৃহস্পতিবার রাজধানীর মাইডাস ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে প্রকাশ করে টিআইবি।

প্রতিবেদনে বাংলাদেশে দুর্নীতি কমার চিত্র তুলে ধরা হলেও এখানে দুর্নীতির এখনও যে অবস্থান তা উদ্বেগজনক বলে মনে করছে টিআইবি।
(জাগো নিউজ)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ৫০ পি.এম ২২ ফেব্রুয়ারি২০১৮বৃহস্পতিবার।
এএস.

Share