সারাদেশ

দুর্নীতির শীর্ষে সোমালিয়া ১৩তম বাংলাদেশ

বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষ স্থানে সোমালিয়া আর ইউরোপের ডেনমার্ক বিশ্বের সবচেয়ে কম দুর্নীতির দেশ হিসেবে বিবেচিত হয়েছে। বাংলাদেশ এ বছর ১৩ তম স্থানে রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এই সূচক তৈরি করে।

বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাজধানীর ধানমন্ডির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) সূচক অনুযায়ী দুর্নীতির নিম্নমুখী ক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৩তম। গত বছর ছিল ১৪তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতি হয় ভুটানে। একমাত্র আফগানিস্তান ছাড়া এ অঞ্চলের সবগুলো দেশেই বাংলাদেশের তুলনায় কম দুর্নীতি হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অ্যাডভোকেট সুলতানা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এম. হাফিজউদ্দিন খান ও নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

নিউজ ডেস্ক  : আপডেট ১২:৫০ পিএম, ২৭ জানুয়ারি ২০১৬, বুধবার

ডিএইচ

Share