উপজেলা সংবাদ

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সরকার নিরলস কাজ করছে

‎Saturday, ‎May ‎23, ‎2015  08:26:35 PM

জিসান আহমেদ নান্নু, কচুয়া :

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, ‘যারা হরতাল-অবরোধ করে জনগণের দুঃখ-দুর্দশার সৃষ্টি করেছে, দেশের সম্পদ পুড়িয়ে বিনষ্ট করেছে ও নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে তাদেরকে জনগণ প্রত্যাখান করেছে। বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, কৃষি এসব ক্ষেত্রে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে চলছে। জনগণ এর সুফল ভোগ করছে। সরকারের বলিষ্ঠ পদক্ষেপ নেয়ার ফলে দেশে এখন কলেরা, বসন্ত, মহামারি যক্ষা এসব মরণব্যাধি রোগ থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে। সরকার একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কাজে সরকারকে সহযোগিতা করতে জনগণকে এগিয়ে আসতে হবে।’

তিনি শনিবার কচুয়া উপজেলার পালগীরি গ্রামে শুভ বিদ্যুতায়ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক কবির হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান রাশেদের পরিচালনায় অনুষ্ঠানে ড. মহীউদ্দীন খান আলমগীর আরও বলেন, ‘সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন এ গ্রামের জামাতা হয়েও গ্রামের একাংশ বিদ্যুৎ দিয়ে অন্য অংশে না দিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন। আজ এ গ্রামে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে দলমত নির্বিশেষে সকলই বিদ্যুতের সুবিধা ভোগের নিশ্চয়তা পেয়েছে। এতে প্রমাণিত হল আওয়ামী লীগ সরকার জনগনের উন্নয়নে কোনো বৈষম্য সৃষ্টি করে না। সর্বস্তরের জনগণের কল্যাণমূলক কাজ করাই হচ্ছে এ সরকারের পরমধর্ম। জনগনের কল্যাণে নিবেদিত এ সরকারকে সমর্থন করা আপনাদের নৈতিক দায়িত্ব। বিদ্যুৎ জাতীয় সম্পদ। সরকার চায় ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়ে মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করতে। এ বিদ্যুৎ সংযোগ কাজে যদি কোন টাউট, দালাল, বাটপারশ্রেণীর লোক কারও কাছ থেকে কোনো সুবিধা লুটে নিয়ে থাকে-অবশ্যই তাদের নামের তালিকা তৈরি করে জানাবেন। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

অপর এক অনুষ্ঠানে উজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘উজানী বার্ষিক মাহফিলে যারা আমার উপর দুর্বৃত্তায়ন করেছে-আজ এ অনুষ্ঠানে আমি তাদের পূর্ণাঙ্গ নিঃশর্ত ক্ষমা করে দিলাম।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি আমির হোসেন ও শাহাদাত মিয়া, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, সদস্য হাজী আব্দুল হাই মুন্সী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিন উদ্দীন প্রমুখ।

একইদিন ড. মহীউদ্দীন খান আলমগীর উজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমীক ভবনের উদ্বোধন করেন।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Share