চাঁদপুরের ফরিদগঞ্জে মনতলায় গভীর রাতে আল মদিনা ভ্যারাইটিজ ষ্টোরে ৮টি তালা ভেঙে মালামাল চুরি হয়েছে। ৬ মে শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ চুরির ঘটনা ঘটেছে।
আল মদিনা ভ্যারাইটিজ ষ্টোরের মালিক শাওন চাঁদপুর টাইমসকে বলেন, ‘আমি প্রতিদিনের ন্যায়ে শনিবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের ঝাপ ও কয়েকটি তালা ভাঙ্গা। দোকানের ভেতরে গিয়ে দেখি দামি দামি হরলিকস, দুধের প্যাকেট, সিগারেট, সাবান, রিচার্জ কার্ডসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এতে আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। এর মধ্যে কিছু মাল দোকানের পেছন থেকে উদ্ধার করা হয়।’
দোকান্দার শাওন হিন্দু সম্পাদয় থেকে মুসলিম হয়েছেন। থাকেন এ এলাকায় গত প্রায় এক যুগ ধরে। এর আগেও কয়েক বার এ দোকানে চুরি হয়েছে।
খবর পেয়ে ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির খান বাবু চুরি হওয়া দোকান পরিদর্শন করেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৭ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur