কচুয়ায় সিঁধ কেটে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর মোল্লা পাড়া আলী আক্কাসের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
রোববার সকালে দোকান খোলার পর চুরি হওয়ার বিষয়টি নজরে আসে দোকান মালিক আলী আক্কাসের।
সরেজমিনে জানা যায়, দোকান মালিক শনিবার রাত ১০টার দিকে দোকানের মালপত্র ঠিকঠাক করে বাড়ি চলে যায়। পরদিন রোববার সকালে দোকান খুলে দেখে মালামাল এলোমেলো। ক্যাশে কোন টাকা নেই। এরপর দোকানের চারপাশ ঘুরে উত্তর পশ্চিম কর্নারে গিয়ে দেখেন সেখানে মাটির বস্তা সড়ানো আছে। এদিক দিয়েই চোর ভিতরে ঢুকে চুরি করে।
দোকান মালিক আলী আক্কাস জানান, মসজিদ উন্নয়ন ফান্ড, ইমামের বেতন ও কবরস্থান উন্নয়ন ফান্ডের টাকা সংগ্রহ করে দোকানে জমা রাখতো। মসজিদ ও কবরস্থান ফান্ড ও ক্যাশে থাকা টাকাসহ প্রায় অর্ধ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। আমি বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবহিত করেছি।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু,৩০ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur