কচুয়া উপজেলার উত্তর নোয়াগাও গ্রামে একটি ৩ তলা বিশিষ্ট ভবনে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতের কোন এক সময়ে নোয়াগাও গ্রামের মৃত: আব্দুল খালেক বেপারীর দুই ছেলে মো. নজরুল ইসলাম ও সাখাওয়াত হোসেনের যৌথ মালিকানাধীন ভবনের সামনের একটি গাছ দিয়ে ছাদে উঠে কৌশলে চুরি করে একদল চোরচক্র। এঘটনায় গৃহকর্তা মো. নজরুল ইসলাম বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে মালামাল চুরির ঘটনায় একই গ্রামের আল আমিন (২৫), জিসান মিয়া (৩২), রেহান উদ্দিন (২২) ও শরীফ (২২) কে অভিযুক্ত করে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার উত্তর নোয়াগাও গ্রামে মৃত: আব্দুল খালেক বেপারীর দুই ছেলে মো. নজরুল ইসলাম ও সাখাওয়াত হোসেন ব্যবসায়ীক কাজে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন। বিভিন্ন উৎসব কিংবা প্রয়োজনে মাঝে মধ্যে তারা বাড়ি আসেন।
ঘটনার দিন রাতে সংঘবদ্ধ চোরের দল ওই বাড়িতে কৌশলে প্রবেশ করে ৩য়, ২য় ও নিচ তলায় থাকা ষ্টিলের আলমিরা ভেঙ্গে কুকারিজ, মূল্যবান কাপড়-চোপড়, চারটি সিলিং ফ্যান, ১৫টি বৈদ্যুতিক বাল্ব, ২টি টিউবওয়েল ও স্যানেটারী জিনিসপত্রসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
ওই চুরির ঘটনায় অভিযুক্ত ৪ যুবককে ক্ষতিগ্রস্ত পরিবার সন্দেহ করেন এবং তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে চুরির মূল রহস্য রেরিয়ে আসবেন বলে দাবি করেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১১ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur