দুর্ঘটনা রোধে প্রতিযোগিতা বন্ধ করতে হবে : প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনা রোধে বাস-ট্রাক চালকদেরকে রাস্তায় প্রতিযোগিতা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘এ জন্য তাদেরকে মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ দিতে হবে।’

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১শ৫০ সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চালকের বিশ্রামের দিকে নজর দিতে মালিকদেরকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,‘একটানা গাড়ি না চালিয়ে বিশ্রাম নিতে হবে। গাড়ি চালাতে তেল-পেট্রল লাগে। যিনি গাড়িটা চালাবেন তারও তো তেল-পেট্রল ঠিক থাকতে হবে। তারও কিন্তু শরীর। মাথা যেন ঠিক থাকে সেদিকে নজর রাখতে হবে।’

তিনি বলেন,‘আমি এখন সরকারি গাড়িতে চলি। কিন্তু আগে যখন নিজের গাড়িতে চলতাম,নিজের হাতে আমার ড্রাইভারকে ফলমূল দিতাম। বলতাম, খেতে থাকো ।’

এ সময় প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান। তিনি বলেন,‘পরিবার হারানোর বেদনা আমার মতো আর তো কেউ জানে না।’ দেশকে আরও উন্নত করাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।

১৯ অক্টোবর ২০২৩
এজি

Share