সারাদেশ

দুর্ঘটনায় পথচারী নিহত : মাদকসহ আটক ২

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আমগাঁও-জামুন এলাকায় সড়ক দূর্ঘটনায় আব্দুল হক (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে।

আব্দুল হক উপজেলার গেদুরা ইউনিয়নের মলানী গ্রামের মৃত বকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, আনুমানিক মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিয়ে আব্দুল হক যাদুরানী হাট হতে বাড়ি যাওয়ার সময় উপজেলার ঠাকিঠুকি- জামুন পাঁকা সড়কে আমগাঁও এলাকায় অজ্ঞাতনামা গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আব্দুল হকের রক্তাত্ব লাশ রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে আব্দুল হকের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তাঁর লাশ শনাক্ত করেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ সড়ক দূর্ঘটনায় আব্দুল হকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হরিপুর থানা পুলিশ ২শত গ্রাম গাজাসহ গোলাম হোসেন ওরফে মকিম (৫৫) ও শফিকুল ইসলাম (২৮) নামে দুইজনকে আটক করেছে।
গোলাম হোসেন ওরফে মকিম উপজেলার খামার গ্রামের মৃত ইউনুস মোহাম্মদের ও শফিকুল ইসলাম (২৮) নন্দগাঁও গ্রামের খোরশেদ আলীর ছেলে।
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) সাইয়েদুর রহমান সঙীয় ফোর্স দিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার কাদিয়ারা-লখড়া গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামের রাস্তার ব্রীজের উপর গাঁজা বিক্রয়ের সময় তাদের দুজনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ২শত গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃত আসামীদের মঙ্গলবার বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ০১.০০ এএম, ১৬ মার্চ ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share