নারায়ণগঞ্জের ফতুল্লায় বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ভোলাগামী লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। মুন্সিগঞ্জে জরুরি নোঙরের পর যাত্রীদের আপত্তি সত্ত্বেও ঝুঁকি নিয়ে গন্তব্যে রওনা হওয়ার অভিযোগ।
শুক্রবার রাতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ভোলাগামী এমভি ফারহান-৬-এর সামনের উপরে ও নিচের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
যাত্রীদের দাবি, এতে ভেতরে পানি প্রবেশ করলেও লঞ্চটি চালানো হয়। কয়েক যাত্রী ট্রিপল নাইন-এ যোগাযোগ করায় বিষয়টি জানতে পেরে মুন্সিগঞ্জ ঘাটে নোঙর করা। এ সময় শতাধিক যাত্রী নেমে যান।
নৌ-পুলিশ জানায়, বিআইডব্লিটিএর প্রকৌশলীর উপস্থিতি ক্ষতিগ্রস্ত অংশ বালু ও সিমেন্ট দিয়ে মেরামত করে ভোলার উদ্দেশে রওনা হয় এমভি ফারহান-৬।
ঢাক ব্যুরো চীফ,৭ মার্চ ২০২০