Home / চাঁদপুর / দুর্ঘটনায় আহত ছাত্রশক্তির নেতাকে দেখতে গেলেন অ্যাড.শাহজাহান মিয়া
দুর্ঘটনায়

দুর্ঘটনায় আহত ছাত্রশক্তির নেতাকে দেখতে গেলেন অ্যাড.শাহজাহান মিয়া

কচুয়া উপজেলায় সিএনজি দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্র শক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সাজ্জাদকে (২৫) দেখতে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যান চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে তিনি হাসপাতালে গিয়ে আহত সাজ্জাদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি সাজ্জাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি আহত ছাত্রনেতার দ্রুত আরোগ্য কামনা করেন।

অ্যাডভোকেট শাহজাহান মিয়া আহত সাজ্জাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, “দুর্ঘটনায় আহত মানুষের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আশিকাটি ইউনিয়নের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. অহিদুর রহমান খান উৎপল, আশিকাটি ইউনিয়ন সভাপতি নাসির উদ্দিন খান, সাংবাদিক এ এম ইদ্রিস খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কচুয়া এলাকায় একটি সিএনজি দুর্ঘটনায় গুরুতর আহত হন সিদ্দিকুর রহমান সাজ্জাদ। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
২১ জানুয়ারি ২০২৬