Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ৪১ মণ্ডপে উদযাপন হবে দুর্গোৎসব
পুজা
ফাইল ছবি

কচুয়ায় ৪১ মণ্ডপে উদযাপন হবে দুর্গোৎসব

সোমবার সন্ধ্যায় ৬ষ্ঠী পুজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা। কচুয়ায় এবারে ৪১টি পূজামণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। উৎসব পালনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাচার জগন্নাথ ধাম পূজা সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু বলেন, প্রতি বছরের ন্যায় এবারো আমরা শারদীয় দূর্গোৎসব সরকারি নির্দেশনা মেনে শান্তিপূর্ন ভাবে পালন করব।তিনি আরো বলেন,কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ ও ওসি মো. মহিউদ্দিন এর সার্বিক দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সাহা বলেন, দুর্গোৎসব ঘিরে হিন্দু ধর্মালম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। সকলের সহেযাগিতায় আমরা উৎসবটি শান্তিপূর্ণভাবে পালন করতে চাই।

সাচার সার্বজনীন দূর্গা উৎসব পরিচালনা কমিটির সেক্রেটারী রনজিত সাহা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তিনি আরো বলেন, সাচারে যুগে যুগে সকলের সহযোগিতায় উৎসব পালন হয়ে আসছে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, দূর্গাপূজা উৎসবে নিরাপত্তা জোরদারে পুলিশ প্রশাসনের ৪টি মোবাইল টিম কাজ করবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে স্বেচ্ছাসেবক টিম কাজ করবে।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ১০ অক্টোবর ২০২১