Home / চাঁদপুর / চাঁদপুর ৮ উপজেলার ২১১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে
দুর্গাপূজা

চাঁদপুর ৮ উপজেলার ২১১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে

আর মাত্র কয়েক দিন পরেই উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ণ ভাবে এই উৎসবটি উদযাপনে অধির আগ্রহে আছে সম্প্রীতির জেলা হিসেবে খ্যাত চাঁদপুরের সনাতনধর্মের মানুষরা। এবছর চাঁদপুর জেলার ৮টি উপজেলার সর্বমোট ২১১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।

এদিকে চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন,’বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি ধরে রাখতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার। এদেশে হিন্দুধর্মালম্বিদের সবচেয়ে বড় উতসব দুর্গাপূজা। এই উতসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে প্রতিটি মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। তবুও কিছু কিছু দুষ্কৃতকারী সবসময় আমাদের সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় থাকে। তাদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন,’আমাদের প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, যাতে আইনশৃঙ্খলা ব্যত্যয় না ঘটে। কোন নারী যাতে ইভটিজিংয়ের শিকার না হয়। প্রত্যেক উপজেলায় কন্ট্রোল রুম থাকবে। প্রতিমা বিসর্জনের সময় ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রস্তুত রাখতে হবে।’

সভার শুরুতেই বিগত সভার কার্যবিবরণী পাঠ এবং সিদ্ধান্তসমূহ তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, এনএসআই চাঁদপুর এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, এডিএম নাসির উদ্দিন সারোয়ার, জেলা স্কাউট কমিশনার ও হরিভোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা।

প্রসঙ্গত,এবছর চাঁদপুর জেলার ৮টি উপজেলার সর্বমোট ২১১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।

প্রতিবেদকঃ আশিক বিন রহিম, ২২ সেপ্টেম্বর ২০২১