Home / সারাদেশ / দুর্গাপূজায় প্রসাদ বিতরণে বিধিনিষেধ, শোভাযাত্রাও হচ্ছে না
PUJA

দুর্গাপূজায় প্রসাদ বিতরণে বিধিনিষেধ, শোভাযাত্রাও হচ্ছে না

করোনা পরিস্থিতির কারণে এবারের দুর্গাপূজায় প্রসাদ বিতরণে বিধিনিষেধ রয়েছে। সেই সঙ্গে শোভাযাত্রা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

শনিবার ১৭ অক্টোবর সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসমাগম পরিহার করতে ভোগের প্রসাদ ছাড়া মন্ডপ বা মন্দির কর্তৃপক্ষ খিচুড়ি বা এ জাতীয় প্রসাদও বিতরণ করতে পারবেন না। অঞ্জলি প্রদানের ক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যমের সহযোগিতা নেয়ার আহ্বান জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

এছাড়া এবার কোথাও কুমারী পূজা হবে না বলেও জানানো হয়েছে। এবার শোভাযাত্রা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন হবে বলে সংবাদ সম্মেলে জানানো হয়।

এ বছর সারাদেশে ৩০ হাজার ২১৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের তুলনায় ১ হাজার ১৮৫টি কম।

বার্তা কক্ষ , ১৭ অক্টোবর ২০২০
এাজি