দুর্গাপুর বাজারে মেসার্স গাজী টাইলস এন্ড স্যানেটারির দোকান উদ্বোধন
চাঁদপুরের কচুয়া উপজেলার দুর্গাপুর বাজারে মেসার্স গাজী টাইল্স এন্ড স্যানেটারি’র দোকান উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুমার নামাজের পর খতমে কোরআনের মাধ্যমে দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় মেসার্স গাজী টাইল্স এন্ড স্যানেটারির দোকানের ক্রয়বিক্রয় ও দোকানের উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, দুর্গাপুর নুরে আমেনা জামে মসজিদ ও কমপ্লেক্সের ইমাম ও খতিব মাওলানা জাহাঙ্গীর আলম। এ সময় বিশিষ্ট সমাজসেবক আবু তাহের, ব্যবসায়ী সোহাগ গাজীসহ বাজার ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেসার্স গাজী টাইল্স এন্ড স্যানেটারির সত্বাধিকারী হাজী হারেজ গাজী বলেন, এখানে বিভিন্ন ব্রান্ডের সকল প্রকার দেশী-বিদেশী টাইলস, স্যানিটারি ফিটিংস, বেসিন, কমোড, টাইলস ক্লিনার, টয়লেটের যাবতীয় সামগ্রী ও ইলেক্ট্রনিক পণ্য সূলভমূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করা হবে। এছাড়া এখানে দেশী-বিদেশী বাথটাব, বেসিন, বেসিন মিক্সচার এবং ফিটিংসও পাওয়া যাবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ জুন ২০২৫