বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বিহড়া এলাকায় কুমিল্লা-নোয়াখালী সড়কে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে তারা নিহত হন বলে জানান ময়নামতি হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম।
নিহতরা হলেন ওই ইউনিয়নের সাইকচাইল গ্রামের রহুল আমিন (৬৫), তার স্ত্রী সেলিনা আক্তার (৪৫) ও একই গ্রামের সায়মুনা আক্তার (২০)।
নাথের পেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের একজন কর্মকর্তা বলেন, একুশে এক্সপ্রেসের একটি বাস হিমাচল এক্সপ্রেসের একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করলে একুশে এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে রুহুল ও সেলিনা ঘটনাস্থলে মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান সায়মুনা আক্তার।
তাছাড়া অটোরিকশা চালক খোকন মিয়া আহত হওয়ায় তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই খোরশেদ আলম।
পুলিশ বাস ও আটোরিকশা জব্দ করেছে। তবে বাসচালক ও হেলপাররা পালিয়ে গেছেন বলে জানান এসআই খোরশেদ আলম।
তাছাড়া পৃথক ঘটনায় জেলায় কভার্ড ভ্যানের ধাক্কায় মারা গেছেন লিটন ইসলাম (৫৫) নামে এক মাইক্রোবাস চালক।
এসআই খোরশেদ আলম বলেন, লিটন সংবাদপত্র পরিবহন সংস্থা চাদনী পরিবহনের মাইক্রোবাস চালক ছিলেন। ভোরের দিকে পদুয়ারবাজার ফ্লাইওভারের পশ্চিম পাশে একটি কভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় তার মাইক্রোবাস। হাসপাতালে নেওয়ার তিনি মারা যান।