চাঁদপুর

দু’মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাব্যয় বহন করলেন চাঁদপুর জেলা প্রশাসক

জন সেবায় জেলা প্রশাসন শ্লোগানে দু’মেধাবী ছাত্রের শিক্ষার ব্যয় নির্বাহ করবেন চাঁদপুর জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রিতভী দাস ও সানজানা আহম্মদের হাতে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল শিক্ষাবৃত্তি তুলে দেন।

এ বিষয়ে জেলা প্রশাসন থেকে জানানো হয়, ‘মেধাবী ছাত্রদের প্রতি চাঁদপুর জেলা প্রশাসন সর্বদা আন্তরিক। তাদেরকে এইচএসসি পড়াশুনার পুরো ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক। পরবর্তী ১৮ মাস তারা প্রত্যেকে প্রতিমাসে তিন হাজার টাকা করে পাবেন । পড়াশুনা শেষে স্বাবলম্বী হলে তারা এ টাকা ফেরৎ দিবেন দেশের জন্য ভাল কাজ করে বা অন্য কোন দরিদ্র মেধাবী ছাত্রকে আর্থিক সহায়তা করে।’

সামর্থবান ব্যক্তিরা এগিয়ে আসলে আরো অনেক মেধাবী ছাত্র পড়াশুনার সুযোগ পাবে বলেও জানান জেলা প্রশাসক।

এদিকে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক জানিয়েছেন, ‘গরিব মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব নিতে জেলা প্রশাসনকে মন্ত্রণালয় থেকে নির্দেশান দেয়া হয়েছে। ইতোমধ্যে আমরা ক’জন শিক্ষার্থীদের দায়িত্ব নিয়েছি। তাদরেকে শিক্ষাবৃত্তি দিচ্ছি। তাদেরকে বলছি এ অর্থ ফেরত দিতে হবে, তবে সেটা ভিন্ন পদ্ধতিতে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভালো ফলাফল করার মাধ্যমে এ অর্থ ফেরত দেবে।’

তবে মেধাবী শিক্ষার্থীদের জন্য এটা সাহায্য কিংবা অনুদান নয়, এটি শিক্ষাবৃত্তি হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এ সংক্রান্ত আরেকটি প্রতিবেদন দেখুন-দু’ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিলেন চাঁদপুর জেলা প্রশাসক

প্রতিবেদক- দেলোয়ার হোসাইন
: আপডেট, বাংলাদেশ সম ১১: ৫০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share