আগামি দু’মাসের মধ্যে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো.সোহরাব হোসাইন। শুক্রবার ১৯ মার্চ পরীক্ষা চলাকালীন লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
প্রসঙ্গত, শুক্রবার ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে বেলা ১২টা পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম,রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।
পিএসসি চেয়ারম্যান বলেন,‘৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশে যদি ১৫ দিন লাগে,তাহলে আশা করা যায়,দু’মাসের মধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা যাবে। দু’মাসের আগেও প্রকাশ হতে পারে।’
শুক্রবার দুপুরে পিএসসি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ, মাঠ প্রশাসনের কর্মকর্তা বা কর্মচারী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,গণমাধ্যমকর্মী,কেন্দ্র ও হলপ্রধানসহ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। শিক্ষা ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেয়া হবে।
এর মধ্যে বিসিএস শিক্ষায় প্রভাষক নেয়া হবে ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক নেয়া হবে ১০ জন। ৪১তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৫১৯ জন।
ঢাকা ব্যুরো চীফ , ২০ মার্চ ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur