দুবাই প্রবাসী কচুয়ার মিজানুর রহমানের মরদেহ দেশে আসছে

দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে টানা আট দিন ধরে পড়ে থাকার পর অবশেষে প্রবাসী শ্রমিক মিজানুর রহমানের মরদেহ কাল শুক্রবার দেশে আসছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামালুয়া গ্রামের অধিবাসী ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন অন্তর।

আারও পড়ুন…  দুবাইয়ের মর্গে ৮দিন ধরে পড়ে আছে চাঁদপুরের প্রবাসীর মরদেহ

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার ধামালুয়া গ্রামের মৃত ডেঙ্গু মিয়ার পুত্র মো. মিজানুর রহমান (৫০) ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। ভাগ্য পরিবর্তনের আশায় দুবাই যাওয়ার এগারো মাসের মাথায় গত ১৪ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার এমন মৃত্যুতে দিশেহারা হয়ে যায় পরিবার। তার স্ত্রী রিনা আক্তার ও তিন কন্যা সন্তান আমেনা আক্তার, মীম আক্তার ও উম্মে হাবিবা রয়েছে তার গৃহে।

এদিকে নিহত মিজানুর রহমানের মরদেহ দেশে ফিরে আসবে এমন অপেক্ষার প্রহর গুনছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ আগস্ট ২০২৩

Share