দুবাই বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে ১০ বছর বয়সী কিশোরী হাফেজা রাফিয়া হাসান জিনাত দুবাই গেছেন।
পবিত্র কোরআনের হাফেজ কিশোরী রাফিয়া সংযুক্ত আরব আমিরাতের ১৯তম ‘ফাতেমা বিনতে মোবারক’ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
চলতি বছরের আগস্ট মাসে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে দুবাই আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার বাছাইপর্বে অংশ নেওয়া শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে হাফেজ রাফিয়া দুবাই যাওয়ার টিকিট লাভ করেন।
পিরোজপুরের কিশোরী হাফেজ রাফিয়ার বাবার নাম মো. নাজমুল হাসান। রাফিয়া হাফেজ কারি নেছার আহমাদ আন নাছিরী কর্তৃক পরিচালিত যাত্রাবাড়ীর হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের ছাত্রী।
এর আগে রাফিয়া ২০১৩ সালে জর্ডানে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।
শুধুমাত্র মেয়েদের জন্য আয়োজিত আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতায় মোট ৮৩টি দেশ অংশ নেবে।
প্রতিযোগিতাটি রোববার (৬ নভেম্বর) শুরু হয়ে ১৮ নভেম্বর শেষ হবে। হাফেজ রাফিয়া হাসান জিনাত দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ৬ নভেম্বর ২০১৬, রোবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur