দুবাই শহরের দারাইয়া এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ট্রলির চাপায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চাঁদপুরের কচুয়ার শ্রমিক হামানিয়া প্রধান বাবু (২৫)। মঙ্গলবার রাত ১২টা (বাংলাদেশ সময় ২টার দিকে) এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক হামানিয়া প্রধান বাবু উপজেলার তেগুরিয়া গ্রামের আবু তাহের প্রধানিয়ার পুত্র। তিনি বিতারা ইউনিয়ন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক পদে ছিলেন।
তিনি ৩বছর পূর্বে দুবাইয়ে জীবিকার তাগিদে পাড়ি জমান। প্রায় ৩মাস পূর্বে ছুটিতে এসে পূনরায় দুবাইয়ে পাড়ি জমান। তার ভাই মো. দাখেল প্রধান বিষয়টি নিশ্চিত করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। তার লাশ দেশে ফিরিয়ে আনার অপেক্ষার প্রহর গুনছে পরিবার।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur