পথ শিশুদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় লাল ও সবুজ দল।
বিকেল ৪ টায় খেলার উদ্ধোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হানান।
লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সভাপতি লায়ন অ্যাডঃ রফিকুল হাসান রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহেল রুশদী।
ক্লাবের সেক্রেটারি লায়ন্স জিকরুল হাসানের পরিচালনায় অনণ্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি লায়ন পিপি মাহমুদুল হাসান খান,আইপিপি লায়ন মুহাম্মদ সাকি কাউছার,সহ-সভাপতি লায়ন আহসানউল্লা খান বাতেন, লায়ন বি এম হারুনুর রশিদ, লায়ন এহেতাশামুল হক রিয়াদ, যুগ্ম সম্পাদক লায়ন কিশোর সিংহ রায়,ক্লাবের সিনিয়র সদস্য লায়ন মিজানুর রহমান,লায়ন সাখওয়াত,লিও রায়হান,রিমন সহ ক্লাবের সদস্যরা। খেলাশেষে জয়ী ও বিজয়ী দলের মাঝে পুুরুস্কার তুলে দেন অতিথিসহ ক্লাব কর্মকতারা ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur