চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা নজরুল ইসলাম (২১) নামের এক যুবককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে দু’বছর জেল ও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা মঙ্গলবার (২১ মার্চ ) দুপুর দেড়টার দিকে রায় দেন চাঁদপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ।
সাজাপ্রাপ্তরা হলেন, শাহাদাত হোসেন (২০), শুভ (১৮), রিমন (১৯), রাজু (১৯), ফরিদ হোসেন (২০) আকরাম (২০) ও বোরহান হোসেন (২০)।
তাদের প্রত্যেকের বাড়ির ফরিদগঞ্জ উপজেলা কাচিয়ারা ও চির্কাচাঁদপুর এলাকায়। এদের মধ্যে ৬ জন কারাগারে থাকলেও শাহাদাত হোসেন পলাতক রয়েছে।
মামলার এজহারে জানা যায়, সাজাপ্রাপ্তরা ফরিদগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রে অফিসারে সামনে ৩০ জুলাই ২০১৪ সালের দুপুরের দিকে বিষকাটালি এলাকার আবদুল মান্নানের ছেলে কাজী নজরুল ইসলামের ওপর অর্তকিত হামলা চালায় এবং তার সাথে থাকা টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় নজরুল বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় অপরাধ দ্রুত বিচার (সংশোধন) আইনের ২০১২ এর ৪(১)/৫ ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৭/২০১৪। মামলা সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার (২১ মার্চ ) বিচারক এ রায় দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাড. রেজা পাহলভি মজিদ (শেলি) বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সঠিক বিচার পেয়েছি।
বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হান্নান কাজী।
প্রতিবেদক-মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ০৬ : ১৬ পিএম, ২১ মার্চ ২০১৭, মঙ্গলবার
এজি/এইউ