পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন সাহেব দুই দিনের সফরে ৩১ জানুয়ারি মঙ্গলবার মতলবে আসছেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রীর দুই দিনের কর্মসূচীর মধ্য রয়েছে-৩১ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদে দুঃস্থ/শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ ও বেলা ১১:৩০টার দিকে ৫ নং উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে সোয়েটার বিতরণ করা হবে। বিকাল তিনটায় মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিকাল ৪ টায় সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করবেন তিনি।
পহেলা ফেব্রুয়ারি সকাল দশটায় ছেংগাচর বাজারে মেডিফাস্ট মেডিকেল সার্ভিস লিমিটেড (ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন, সকাল ১১ টায় লুধুয়া হাই স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগদান করবেন তিনি। দুপুর ২ টায় একলাছপুর ইউনিয়নের বোরোর চরে দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন,বিকাল পৌনে তিনটায় ফরাজীকান্দি বলিয়া মাদ্রাসায়, হাজীপুর মাদ্রাসা ও বড় হলদিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন এবং বিকাল ৪টায় ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদে ছোট চরকালিয়া আশ্রয়নবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩০ জানুয়ারি ২০২৩