বাঙ্গালী সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়,বাংলা একাডেমির উদ্যোগে জেলা প্রশাসন শরীয়তপুরের আজ শুরু হয়েছে দু’ দিনব্যাপি জেলা সাহিত্যমেলা।
বেলা ১২টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য ইকাবল হোসেন অপু । জেলা প্রশাসক মো:পারভেজ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোছা: সুস্মিতা ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল হাদি মোহাম্মদ শাহ পরান ও সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী।
অনুষ্ঠনমালার মধ্যে রয়েছে স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠ, লেখক কর্মশালা, ১২টি স্টলের মাধ্যমে বিখ্যাত ও স্থানীয় লেখকদের সাহিত্য প্রদর্শনীসহ নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু এমপি বলেন, জেলার কৃর্তীমান লেখকসহ উদীয়মান লেকদের অনুপ্রেরণীত করতে বর্তমান সরকারের এ জেলায় জেলায় সাহিত্য মেলার আয়োজন। বর্তমান সরকার বিশ^াস করে বাঙ্গালী সংস্কৃতিকে সমৃদ্ধ করতে জেলা পর্যায়ের এ সাহিত্য মেলা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে বাংলাদেশ আগামী দিনে হয়ে উঠবে আধুনিক,ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ।
১২ জানুয়ারি ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur