চাঁদপুরের ফরিদগঞ্জের বিভিন্ন ইউনিয়নে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
আটকের পর থেকে উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ, ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণসহ বেশ কয়েকটি ইউনিয়নে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তরা ছাত্রদল নেতা আব্দুল মতিন ও জাহাঙ্গীর আলম নান্টুর নিঃশর্ত মুক্তি দাবী করেন।
অপরদিকে ছাত্রদলের ওই দুই নেতার আটকের প্রতিবাদে নিন্দা জানিয়ে জেলা ছাত্রদল প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অবিলম্বে আটককৃতদের নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বুধবার (২৬ জুলাই) সন্ধ্য পুলিশ ছাত্রদলের এই দুই নেতাকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আটক করে। পরে তাদের আদালতে প্রেরণ করা হলে, তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। ফরিদগঞ্জে ছাত্রদলের বড় একটি অংশের নেতৃত্ব দিয়ে আসছিলেন আটককৃত দু’ছাত্রনেতা।
প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ ২: ২০ পিএম, ২৯ জুলাই ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur