চাঁদপুর

জনপ্রশাসন পদকপ্রাপ্ত ও বিদায়ী কর্মকর্তাকে চাঁদপুর প্রেসক্লাবের সম্মাননা

জনপ্রশাসন পদক পাওয়া চাঁদপুরের অতিরিক্ত জেল প্রশাসক ( সাবেক সার্বিক ও বর্তমানে রাজস্ব) মোঃ মাসুদ হোসেন ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের বিদায়ী উপ-পরিচালক (উপ সচিব) মোহাম্মদ আব্দুল হাইকে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে সম্মাননা প্রদান করা হয়।

রোববার (১০ ডিসেম্বর) সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী ও সাধারণ সম্পাদক জি এম শাহীন।

এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত, জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুরের ৫ কর্মকর্তাই পদক পেয়ে চাঁদপুর এসে প্রথম চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।


এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে পদক প্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়। সরকারি প্রশিক্ষণে চাঁদপুরের বাহিরে অবস্থান করায় ওই অনুষ্ঠানে মাসুদ হোসেন উপস্থিত থাকতে পারেন নি তাই ক্রেস্ট তুলে দেয়া হয়। এর মধ্যে উপ সচিব মোহাম্মদ আব্দুল হাইকে বিদায়ী শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ

Share