ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে জুতো নিক্ষেপ করেছে ঢাবি ছাত্রলীগ। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ভিসির বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, ভিসির পদত্যাগের দাবিতে বাসভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে ছাত্রলীগ যখন বিক্ষোভ করছিল তখন দুই শিক্ষক ছাত্রলীগের সঙ্গে সমঝোতা করতে আসলে তাদেরকে জুতা নিক্ষেপ করা হয়।
দুই শিক্ষক হলেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক জিয়া রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এস এম মফিজুর রহমান।
পরে উল্লেখিত দুই শিক্ষককে লাঞ্ছিত করে বাসভবনস্থল ত্যাগ করতে বাধ্য করে ছাত্রলীগ। এসময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সকে দুই শিক্ষককে সরিয়ে দিতে দেখা গেছে।(জাগোনিউজ)
নিউজ ডেস্ক ।। আপডেট ৭:৩৫ পিএম,০১ জুলাই ২০১৬,শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur