পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী দুই লঞ্চের প্রতিযোগিতায় আহত ২ বছরের শিশু মার্জিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
মার্জিয়া বাউফলের কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মেহেদী হাসানের মেয়ে।
বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটিতে আসা কর্মস্থলমুখী যাত্রীদের নিয়ে গত ১৭ জুলাই বাউফলের কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ধুলিয়া-১ ও বন্ধন-৫ লঞ্চ। ধুলিয়া পন্টুন থেকে যাত্রী নেয়ার উদ্দেশ্যে মাঝ নদীতে প্রতিযোগিতা শুরু করে দুই লঞ্চ। যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বন্ধন-৫ লঞ্চের আগে ভিড়তে গিয়ে ধুলিয়া-১ লঞ্চটি দ্রুত গতিতে পন্টুনে ধাক্কা দেয়।
এ সময় পন্টুনে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন। কয়েকজন তেঁতুলিয়া নদীতে পড়ে যান। হুড়োহুড়ি ও মানুষের চাপে ৩০ যাত্রীর সঙ্গে আহত হয় শিশু মার্জিয়া (২)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়।
বার্তা কক্ষ, ৩০ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur