বিশেষ সংবাদ

দুই যুগ ধরে একই গাছের নিচে!

টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের খান মার্কেটের সামনে প্রায় দুই যুগ ধরে একটি আম গাছের নিচে বসে ভিক্ষা করছেন আতশ আলী (৬০) নামে এক বৃদ্ধ। জন্ম থেকে তার দুটি চোখই অন্ধ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই আম গাছের নিচেই দেখা মেলে অন্ধ এই ভিক্ষুকের।

ভিক্ষুক আতশ আলী সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় দুই যুগ ধরে সখীপুর পৌর শহরের খান মার্কেটের সামনে একটি পুরাতন আম গাছের নিচে বসে ভিক্ষা করছেন আতশ আলী।

ভিক্ষুক আতশ আলী বলেন, অভাবের তাড়নায় প্রায় ২৪ বছর আগে বাড়ি থেকে বেরিয়ে আসেন সখীপুরে। সেই থেকে এ গাছটির নিচে বসেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করেন। গাড়ি আসা-যাওয়ার শব্দ কানে আসলেই হাত তুলে আকুতি জানান। তখন মানুষেরা তাকে টাকা-পয়সা দিয়ে সাহায্য করেন। এ আয়েই তিনি এক মেয়ে ও ছেলেকে বিয়ে দিয়েছেন। তার আরেক মেয়ে ৮ম শ্রেণিতে পড়াশুনা করছে।

বীর মুক্তিযোদ্ধা ও খান মার্কেটের মালিক আবদুল হামিদ খান নয়া মুন্সী জানান, অন্ধ আতশ আলীকে প্রায় দুই যুগের বেশি সময় ধরে তিনি ওই আম গাছের নিচে বসে ভিক্ষা করতে দেখে আসছেন।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩ : ০০ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
এএস

Share