শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে শিক্ষাবৃত্তি-২০২৬ প্রদানের উদ্যোগ নিয়েছে প্যাপিরাস পাঠাগার। দুজন মেধাবী শিক্ষার্থীকে এ বছর বৃত্তি প্রদান করা হয়। রোববার ৫ জানুয়ারি বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ চাঁদ টাওয়ারে অবস্থিত প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্তদের হাতে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও সনদপত্র তুলে দেওয়া হয়।
পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা, শিক্ষক নেতা ও রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঠাগারের উপ-সভাপতি ফেরারী প্রিন্স, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল খান রাজীব, চর্যাপদ সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন, খাজিদা মুন্নী ও লিজা ইসলাম।
এ বছর বৃত্তি পেয়েছেন মেধাবী শিক্ষার্থী রেদোয়ান ইসলাম মাফি ও রাইসা ইসলাম তাসনীম। দুজনেই আল-আমিন একাডেমিতে অধ্যয়নরত।
সভাপ্রধান দিলীপ ঘোষ বলেন, বৃত্তিপ্রাপ্তরা একদিন সমাজে আলো ছড়াবে। তাদের হাত ধরে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, আমরা চেষ্টা করবো প্রতি বছর এভাবে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে। শিক্ষা ব্যবস্থা শক্তিশালী না হলে, সমাজ ও রাষ্ট্র এগিয়ে যেতে পারে না।
তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস, আজকে যারা বৃত্তি পেয়েছে একদিন তারাই অন্যদের বৃত্তি প্রদানের উদ্যোক্তা হবে। সমাজকে সমৃদ্ধ করতে এরাই একদিন অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রথমবারের মতো প্রদান করা শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে ২ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও সনদপত্র প্রদান করা হয়।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৫ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur