রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর গুলিতে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাতে গোদাগাড়ীর ডিএমসি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সীমান্ত এলাকার ভুবনপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মিঠু (২৭) ও একই এলাকার জালাল উদ্দিনের ছেলে আবুল বাশার (২৯)।
বিজিবি-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার জানান, একটি মরদেহ তারা পেয়েছেন। বিএসএফ আরেকটি মরদেহ নিয়ে গেছে। তার মরদেহ আনার জন্য পতাকা বৈঠকের প্রক্রিয়া শুরু হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে গরু ব্যবসায়ী মিঠু ও বাশার গরু আনার জন্য ডিএমসি সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মিঠু ও বাশারের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ বলেন, রাত দেড়টার দিকে বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ী মিঠুর মরদেহ নিয়ে এসে তার বাড়িতে রেখে চলে যায় বলে মিঠুর বাবা আলাউদ্দিন দাবি করেছেন। আর বাশারের মরদেহ নিয়ে চলে গেছে বিএসএফ।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩:১০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭, রোববার
এএস