Home / জাতীয় / দুই দলকে পছন্দের ভেন্যুতে সমাবেশের অনুমতি দিল পুলিশ, জামায়াতকে ‘না’
দলকে

দুই দলকে পছন্দের ভেন্যুতে সমাবেশের অনুমতি দিল পুলিশ, জামায়াতকে ‘না’

রাজধানীর নয়াপল্টনে বিএনপিকে ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

তবে দুই দলকেই সমাবেশ করার ক্ষেত্রে ২০টি শর্ত জুড়ে দিয়েছে।

আজ শুক্রবার রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশন) মাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০ শর্তে দুই দলকে তাদের পছন্দের ভেন্যুতে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

গত ১৮ অক্টোবর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেন। সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে ডিএমপিকে চিঠি দেওয়া হয়।

ভেন্যু নিয়ে অনিশ্চয়তার মধ্যে সমাবেশের আগের রাতে ডিএমপি এ অনুমতি দিল। এদিকে একই দিনে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

টাইমস ডেস্ক/ ২৭ অক্টোবর ২০২৩