ইলিশের বাড়ি চাঁদপুর থেকে প্রচুর রুপালি ইলিশ আমদানি হলেও চট্রগ্রামের নগরের বাজারগুলোতে দাম বেশ চড়া। ২ কেজির বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকায়। সে হিসাবে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশের দাম পড়ছে ৫ হাজার টাকা!
তবে আকার ভেদে দামের ভিন্নতা রয়েছে। দেড় কেজি ওজনের ইলিশের কেজি ২ হাজার ২০০ টাকায়, ১ কেজি ওজনের ইলিশের কেজি ১ হাজার টাকা এবং ছোট ইলিশের কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবার (৩১ আগস্ট) সকালে চট্রগাম নগরের কাজীর দেউড়ি বাজারে এ চিত্র দেখা গেছে।
তবে ইলিশের দাম একটু বাড়তি থাকলেও অন্যান্য মাছের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। ইলিশের পাশাপাশি বড় কাতলা মাছ কেজিতে বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকা, ছোট কাতলা ২৮০-৩২০ টাকা, কার্ফ ২০০ টাকা, রুই ৩২০-৩৫০ টাকা, চিংড়ি আকার ভেদে ৭০০-৯০০ টাকা, লইট্টা মাছ ১৬০-১৮০ টাকা, নাইলোটিকা মাছ ১৬০ টাকা, শিং মাছ ৭০০ টাকা, শোল মাছ ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।(বাংলা নিউজ)
বার্তা কক্ষ