ঝিনাইদহে দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি ঝিনাাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. দাউদ হোসেন।
সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামের রফিকুল ইসলাম হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়া ও কালীচরণপুর ইউনিয়নের কাষ্টসাগরা গ্রামের শিশু আনিচুজ্জামান আইনের চিকিৎসা সহায়তা হিসেবে ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা দিয়েছেন তিনি।
পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের যে সাধারণ ধারণা, সেই জায়গায় মো. দাউদ হোসেন একদমই ব্যতিক্রমী চরিত্র। তিনি বরাবরই অসহায় মানুষের সেবায় কাজ করেন বলে জানান তাঁর সহকর্মীরা।
পুলিশের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও ইতিবাচক মনোভাব সৃষ্টিতে এমন কর্মকান্ডে কর্মকর্তাদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন বাহিনীটির সদস্যরা।
ঝিনাইদহ জেলা পুলিশের একাধিক সদস্য জানিয়েছেন, মানুষ হতে হলে কী ধরনের মানবিকতাবোধ থাকতে হয়, মো. দাউদ হোসেন সেটা সবাইকে বুঝিয়ে দিয়েছেন।
এর আগেও তিনি নানা সেবামূলক কর্মকান্ডে এগিয়ে এসেছেন।
প্রতিবেদক- জাহিদুর রহমান তারিক
আপডেট, বাংলাদেশ সময় ০৬: ৫০ পিএম, ২৯ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur