৬৫তম জন্মবার্ষিকীতে সুস্থতা্ ও দীর্ঘায়ূ কামনা

১৯৬০ সালের ১২ মার্চ আমার জন্মদিন। ১২ মার্চ ২০২৫ আমার ৬৫তম জন্মবার্ষিকীতে পর্দাপণ। পরম সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের নিকট সুুস্থ্, সুন্দর,সাদাসিধে জীবন ও দীর্ঘায়ূ কামনা করছি। পাশাপাশি সকল শুভাকাংখী,সজ্জন, সহকর্মী , আপনজন ও ৩৫ বছরের শিক্ষকতা জীবনের সতীর্থগণের প্রতি রইলো আমার আন্তরিক শ্রেণিভেদে ছালাম, ভালোবাসা, স্নেহ ,সহমর্মিতা ও দোয়া। শিক্ষকতা,সাংবাদিকতা ও লেখালেখির জীবন সায়াহ্নের এ বিকেল বেলায় চাওয়া-পাওয়ার নেই;তবে পেতে চাই শুধুমাত্র আল্লাহর অশেষ রহমত ও সকলের দোয়া। আমিন্।

আবদুল গনি
১১ মার্চ ২০২৫

Share