Home / উপজেলা সংবাদ / দীপু মনির সুস্থতা কামনায় হাইমচরে মিলাদ ও দোয়া
দীপু মনির সুস্থতা কামনায় হাইমচরে মিলাদ ও দোয়া

দীপু মনির সুস্থতা কামনায় হাইমচরে মিলাদ ও দোয়া

বিএম ইসমাইল, হাইমচর (চাঁদপুর) :

সাবেক পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুর-হাইমচর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. দীপু মনির আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ২১ জুলাই মঙ্গলবার বাদ আসর হাইমচরে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে উপজেলা সদর আলগীবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মী সমর্থক ও মুসল্লিরা অংশ নেয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ইউসুফ মিয়া।

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. লোকমান হোসেন মাস্টার, সদস্য সচিব জিএম জাহিদ, সদস্য মো. মজিবুর রহমান, মাকসুদ আলম খান, শামছুল আরেফিন বাবুল, ফখরউদ্দিন আলী আহমদ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. কাওসার মিয়াজি, এমএ বাশার শিকদার, হুমায়ুন কবির পাটওয়ারী উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার ডা. হাফেজ আহম্মদ পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলমসহ মুসল্লিগণ।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৮:৫৬ অপরাহ্ন,  ৬ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ২১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমএএ/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি