উপজেলা সংবাদ

দীপু মনির সুস্থতায় চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট :   আপডেট :   ০৯:৩১ অপরাহ্ন,  মঙ্গলবার ২১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার বাদ আছর জোড়পুকুরপাড় বাইতুল ফালাহ জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হাফেজ।

দোয়া ও মোনাজাতে অংশ নেন জেলা ন্যাপ সভাপতি আবুল কালাম পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান আহমেদ, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী, সাবেক ছাত্রলীগ নেতা জসিম উদ্দিনসহ জেলা, সদর, শহর ও ১৪টি ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মুসল্লিগণ।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share