দীপু চৌধুরীর মৃত্যুতে বসুন্ধরা পরিবারের শোক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিবার।

শনিবার সন্ধ্যায় বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাজেদুল হোসেন চৌধুরী দীপু। স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

টাইমস ডেস্ক/ ২ ডিসেম্বর ২০২৩

Share